প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড

  • Ehsanul Haque Faisal
  • প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫ - ১:৫০ অপরাহ্ণ

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের দায়ে ট্রাকচালক সোহেল রানাকে (৩৬) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোছা. সালমা বেগম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া জেলা সদরের আসগোলা এলাকার মনসুর আলীর ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান জানান, আসামি সোহেল রানা মামলার শুরু থেকেই জেল হাজতে ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২২ জুন চন্দ্রা থেকে ওই তরুণী ট্রাকের পেছনে বসে সিরাজগঞ্জের চান্দাইকোনায় আসছিলেন। ট্রাকে আরও কয়েকজন যাত্রী ছিল। তবে এলেঙ্গা এলাকায় পৌঁছালে চালক ও হেলপার অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে তরুণীকে নিয়ে ট্রাক চালিয়ে যেতে থাকে।

এ ঘটনা সন্দেহজনক মনে হওয়ায় ট্রাক থেকে নেমে যাওয়া এক যাত্রী ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। এরপর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু চালক পুলিশের সংকেত উপেক্ষা করে পালিয়ে যেতে চাইলে কড্ডার মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানো হয়। তখনই পুলিশ তরুণীকে উদ্ধার ও চালককে আটক করে।

দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।