কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশিকে হত্যা

  • Ehsanul Haque Faisal
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪ - ১:৪৮ অপরাহ্ণ

কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসাইন যশোরের সদর উপজেলার কোতোয়ালি থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। তিনি কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত আনোয়ার মারা যান। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন জানান, তিনি বাংলাদেশি নিহতের বিষয়ে জেনেছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

বিষয়: